‘কঠিন সময়ে টেস্ট সিরিজ জয় শ্রীলঙ্কার জন্য ইতিবাচক’
রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে আসে। সিরিজ জয়ের মাধ্যমে দেশবাসীর মুখে হাসি ফোটানোর আশা নিয়ে এসে সাফল্য পেয়েছে তারা। আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে তারা ১০ উইকেটের দারুণ জয় পেয়েছে। তাই ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে দলটি। দলটির উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা বলেছেন, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয় কঠিন সময়ে শ্রীলঙ্কার জন্য স্বস্তির।
ম্যাচ শেষে ডিকওয়েলা সাংবাদিকদের বলেন, ‘একজন শ্রীলঙ্কান হিসেবে এটা আমাদের জন্য আনন্দের, কঠিন সময়ে এই সাফল্য পেয়েছি আমরা। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি, সিরিজ জিততে এসেছি। তা আমাদের জন্য ইতিবাচক দিক।’
লঙ্কান এই ক্রিকেটার আরও বলেন, ‘বাংলাদেশ দল সম্পর্কে আমরা অবগত ছিলাম আগেই। তাই আমরা সতর্ক ছিলাম। লিটন দাসকে আউট করা আমাদের জন্য টার্নিং পয়েন্ট।’
ম্যাচে মুশফিকুর রহিম আউট হওয়ার পর ষষ্ঠ উইকেটে সাকিব আল হাসান (৫৮) ও লিটন (৫২) যোগ করেন ১০৩ রান। কিন্তু ফার্নান্দো একটি গুরুত্বপূর্ণ স্ট্রাইক ডেলিভারিতে সব কিছু পাল্টে যায়। ১০ উইকেটে জেতে শ্রীলঙ্কা।