ক্রাইস্টচার্চে অনুশীলনে ব্যস্ত তামিমরা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠেছে নিউজিল্যান্ড। কিন্তু নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ দল নিরাপদেই আছে। রুটিন মেনে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন তামিম-মুশফিকরা।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় খবরটি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘ক্রাইস্টচার্চে ভূমিকম্পের প্রভাব পড়েনি। বাংলাদেশ দল ভালো আছে, আমরা সবাই সুস্থ আছি, নিরাপদে আছি। যেভাবে আমাদের নিয়মমাফিক অনুশীলন ছিল, সেভাবে চালিয়ে যাচ্ছি। চারটি গ্রুপে খেলোয়াড়েরা অনুশীলন করেছে, জিম করেছে। সরকার ও ক্রিকেট বোর্ডের সঙ্গে সবসময় যোগাযোগ আছে, তারা আমাদের চিন্তা করতে মানা করেছে। সবকিছু ঠিক আছে, যেসব অঞ্চলে সুনামি সতর্কতা রয়েছে, তাও তুলে নেওয়া হচ্ছে। আমরা সূচি অনুযায়ী কাজ চালিয়ে যাব।’
নিউজিল্যান্ডের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে আশার খবর হলো কোনো রকম প্রাণহাণি ঘটেনি।
আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের লড়াই। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। কয়েকদিন আগে নিউজিল্যান্ড সফরের সূচিতে কিছুটা বদল এনেছিল স্বাগতিক ক্রিকেট বোর্ড। তবে সূচি বদলালেও আগের ভেন্যুতেই হবে খেলা। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি হবে ক্রাইস্টচার্চে আর শেষটি হবে ওয়েলিংটনে।
এই ক্রাইস্টচার্চেই সবশেষ নিউজিল্যান্ড সফরে খেলার কথা ছিল বাংলাদেশের। ওই টেস্টের আগে ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলা হলে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে আসে বাংলাদেশ দল।
আসন্ন সফরে আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।