জিম্বাবুয়ে সফরে এক টেস্টের বদলে বাড়ছে টি-টোয়েন্টি
চলতি বছর জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। সূচি অনুযায়ী সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে সূচিতে কিছুটা বদল এনেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। সফরে একটি টেস্ট ম্যাচ কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জিম্বাবুয়ে সফরে এখন দুই টেস্টের বদলে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দুটি টি-টোয়েন্টির বদলে হবে তিনটি ম্যাচ। দুই দেশের বোর্ড মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
আকরাম খান বলেন, ‘সামনে আমাদের খুব ব্যস্ত সূচি। সময়ের জন্য আমরা জিম্বাবুয়ে সফর থেকে একটি টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তারপর জিম্বাবুয়ে থেকে ফেরার পর আমাদের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজ আছে।’
টানা ম্যাচ ও ঢাকা লিগের পর ক্রিকেটারদের বিশ্রামের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক টেস্ট কমায় ঢাকা লিগ শেষে এক সপ্তাহ বিশ্রাম নিয়ে জিম্বাবুয়ে সফরে যেতে পারবে বাংলাদেশ।
আগামী ৩১ মে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ যা চলবে ২৪ জুন পর্যন্ত। এরপর ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে লাল-সবুজের দল। ৭ জুলাই টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।