ডু প্লেসিকে ছাড়াই সাকিবদের বিপক্ষে লড়াইয়ে কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের অন্যতম তারকাবহুল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। সিলেট পর্বের প্রথম ম্যাচে দুদলই আজ সোমবার মুখোমুখি হয়েছে। কিন্তু, সাকিবদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচের একাদশে ফাফ ডু প্লেসিকে রাখেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকট স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লা। এ ম্যাচে সাকিবের বরিশালও নেমেছে দুটি পরিবর্তন নিয়ে। একাদশে এসেছেন জিয়াউর রহমান ও নাঈম হাসান। বাদ পড়েছেন ইরফান শুক্কুর ও শফিকুল ইসলাম। কুমিল্লার একাদশে নেই ডু প্লেসি ও মাহিদুল ইসলাম অঙ্কন। একাদশে এসেছেন মুমিনুল হক ও করিম জানাত।
বিপিএলে দুদলই সমান ছন্দে আছে। পয়েন্ট টেবিলে সমান ৯ পয়েন্ট নিয়ে ইমরুলের কুমিল্লা-সাকিবের বরিশাল প্রথম দুটি স্থানে আছে। সাকিবদের চেয়ে রানরেটে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কুমিল্লা। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে কুমিল্লার হার মাত্র একটি। আর এক ম্যাচ বেশি খেলে বরিশালের হার দুটি।
ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও নাইম হাসান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, সুমন খান, মাহমুদুল হাসান জয়, সুনিল নারিন, মঈন আলী ও করিম জানাত।