তামিমদের বিদায় নিশ্চিত করে প্লে-অফে খুলনা
জিতলেই বিপিএলের শেষ চারের টিকেট নিশ্চিত, হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে— এমন সমীকরণের ম্যাচে কোনো ভুল করল না খুলনা টাইগার্স। লিগ পর্বের শেষ ম্যাচে আন্দ্রে ফ্লেচারের সেঞ্চুরি ও মেহেদী হাসানের ব্যাটিং দৃঢ়তায় কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৯ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল মুশফিকুর রহিমের দল।
এই জয়ে প্লে-অফে যাওয়ার পাশাপাশি মিনিস্টার গ্রুপ ঢাকার বিদায় ঘণ্টা বাজাল খুলনা। আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে খুলনা হেরে গেলে শেষ চারে যেতে পারত ঢাকা। কিন্তু ঢাকাকে সেই সুযোগ দিল না খুলনা। দাপুটে জয়ে নিজেরাই টিকে রইল টুর্নামেন্টে।
সবার আগে বিপিএলের প্লে-অফে ওঠে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। এরপর দ্বিতীয় দল হিসেবে জায়গা পোক্ত করে কুমিল্লা। আজ দিনের প্রথম ম্যাচে জয় নিয়ে তৃতীয় দল হিসেবে শেষ চারের টিকেট পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার শেষ দল হিসেবে গেল খুলনা টাইগার্স। এই চার দল নিয়ে আগামী সোমবার থেকে মাঠে গড়াবে প্লে-অফের লড়াই।
মূলত আজ শনিবার দিনের দ্বিতীয় ম্যাচটি ঢাকা ও খুলনার জন্য গুরুত্বপূর্ণ ছিল। পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে থাকায় কুমিল্লার জন্য ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। তাই ম্যাচটিতে নিয়মিত অধিনায়ক ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান ও লিটন দাসকে বিশ্রাম দিয়েছে কুমিল্লা।
মূল তারকাদের ছাড়াই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দারুণ ব্যাট করেছে কুমিল্লা। সেঞ্চুরি হাঁকিয়েছেন নেতৃত্বের দায়িত্ব পাওয়া ডু প্লেসি। কিন্তু ভালো ব্যাটিং করেও দলকে জেতাতে পারেননি ডু প্লেসি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান করেছে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেছেন ডু প্লেসি। ৫২ বলে সেঞ্চুরি স্পর্শ করা ডু প্লেসি থেমেছেন ৫৪ বল খেলে। তাঁর ইনিংস সাজানো ছিল ১২ বাউন্ডারি ও তিন ছক্কায়।
ডু প্লেসির দিনে কুমিল্লার হয়ে খেলা মাহমুদুল হাসান করেছেন ২৭ বলে ৩১ রান। অঙ্কন করেছেন ২০ রান। বাকিরা থিতু হতে পারেননি। ব্যর্থ হয়ে একে একে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, মুমিনুল হক ও মঈন আলীরা।
জবাব দিতে নেমে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় খুলনা। বড় লক্ষ্য তাড়ায় খুলনাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফ্লেচার ও মেহেদী হাসান। সেঞ্চুরি তুলে নেন ফ্লেচার। ৫৯ বলে চলমান বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পান তিনি। ফ্লেচার ও মেহেদীর এই জুটিতেই জয়ের পথ সহজ হয়ে যায় খুলনার। ব্যাট হাতে ৬২ বলে ১০১ রান করেন ফ্লেচার। মেহেদী খেলেন ৭৪ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস : ২০ ওভারে ১৮২/৫ (মাহমুদুল ৩১, পারভেজ ৭, মুমিনুল ৭, ডু প্লেসি ১০১, মঈন ৮, অঙ্কন ২০, নারাইন ১; নাভিন ৪-০-৪৮-১, খালেদ ৪-০-৩৪-০, নাবিল ৪-০-৩২-০, পেরেরা ১-০-৯-০, মেহেদী ৪-০-২৯-১)।
খুলনা টাইগার্স : ১৮.৪ ওভারে ১৮৩/১ ( ফ্লেচার ১০১, মেহেদী ৭৪, সৌম্য ১; আবু হায়দার ৩-০-৪২-০, নাহিদুল ২-০-২১-০, নারাইন ৪-০-২২-০, শহীদুল ৪-০-৪০-০, মঈন আলী ১.৪-০-১৩-১, তানভীর ৪-০-৪৩-০)।
ফল : ৯ উইকেটে জয়ী খুলনা টাইগার্স।