তামিম নন, খুলনার অধিনায়ক ইয়াসির আলি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে আইকন খেলোয়াড় হিসেবে খুলনা টাইগার্সে নাম লেখান তামিম ইকবাল। ধারণা করা হচ্ছিল, এবার খুলনার নেতৃত্ব দিতে পারেন তিনিই। কিন্তু সেটা হয়নি। খুলনার নেতৃত্বের ভার দেওয়া হয়েছে ইয়াসির আলি রাব্বিকে।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নিজেদের অধিনায়ক হিসেবে ইয়াসিরের নাম জানায় খুলনা। তামিমের সঙ্গে কথা বলেই ইয়াসিরকে নেতৃত্ব দিয়েছে বলে জানান খুলনার টাইগার্সের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা বেগম।
এ ব্যাপারে পরিচালক বলেছেন, ‘আগামীকাল থেকে এই মৌসুমের বিপিএল শুরু হচ্ছে। আমাদের টিম ম্যানেজম্যান্ট, কোচ খালেদ মাহমুদ সুজন ও আইকন ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কয়েকবার আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে এসেছি—এবার আমাদের অধিনায়ক ইয়াসির আলি চৌধুরী রাব্বি।’
ইয়াসিরকে অধিনায়ক করার কারণ জানিয়ে ফিরোজা বেগম বলেছেন, ‘ইয়াসিরকে অধিনায়ক করার কারণ হচ্ছে, আমরা বিশ্বাস করি, তরুণ প্রতিভার মাধ্যমে সব কিছু সম্ভব। সবারই নিজেকে চেনানোর ও নেতা হিসেবে গড়ে ওঠার জন্য একটা সুযোগ পাওয়া উচিত। এভাবে সে নিজেকে প্রস্তুত করতে পারবে। বাংলাদেশ ক্রিকেট দলও আরও একজন মানসম্পন্ন অধিনায়ক পেতে পারে।’