‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে দল পাননি সাকিবরা
নভেল করোনাভাইরাসের কারণে গত বছর স্থগিত হয়ে যায় ইংল্যান্ডের ঘরোয়া ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগ 'দ্য হান্ড্রেড'। সবকিছু ঠিক থাকলে চলতি বছর মাঠে গড়াবে টুর্নামেন্টটি। এরই মধ্যে টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে। কিন্তু ড্রাফটে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার।
ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টটির ড্রাফটে সাকিব আল হাসান, তামিম ইকবালসহ বাংলাদেশের আট ক্রিকেটার নাম দিয়েছিলেন। কিন্তু নিলামে কেউই বিক্রি হননি।
গতকাল সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় ১০০ বলের এই টুর্নামেন্টের ড্রাফট। এর একদিন পর আজ মঙ্গলবার জানা গেল, ডাক পাওয়া ক্রিকেটারদের নাম। একটি দলেও নাম আসেনি বাংলাদেশিদের।
গত বছরই হওয়ার কথা ছিল ইংল্যান্ডের নতুন এই ঘরোয়া টুর্নামেন্টের প্রথম আসর। ২০১৯ সালের অক্টোবরে ড্রাফট হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে সেই আসর আর হয়নি। সবকিছু ঠিক থাকলে চলতি বছর জুলাইতে মাঠে গড়াবে আলোচিত এই টুর্নামেন্টটি।
ড্রাফটে এক লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব-তামিম। ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন লিটন দাস, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। এ ছাড়া নাম ছিল তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও সৌম্য সরকারের।
ড্রাফট থেকে বিদেশিদের মধ্যে দল পেয়েছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, শাহিন আফ্রিদি, অ্যাডাম জাম্পা, জেই রিচার্ডসন, সন্দীপ লামিচানে, মোহাম্মদ আমির, গ্লেন ম্যাক্সওয়েলরা।