নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে লড়ছেন তামিম-মুশফিকরা
১৪ দিনের কোয়ারেন্টিন শেষে গত কয়েকদিন ধরে অনুশীলনে ব্যস্ত ছিলেন ক্রিকেটারেরা। অনুশীলন শেষে আজ মঙ্গলবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে খেলছেন তাঁরা। প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে তামিম ইকবাল একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশ।
কুইন্সটাউনের জন ডেভিস ওভাল মাঠে প্রস্তুতি ম্যাচটি শুরু হয়েছে। যেখানে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে খেলছেন নিউজিল্যান্ডের স্থানীয় কয়েকজন ক্রিকেটার।
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করেছে তামিম একাদশ। সবার মধ্যে মোটামুটি উজ্জ্বল ছিলেন মোহাম্মদ মিঠুন। ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
এ ছাড়াও শেখ মেহেদী হাসান করেন ৩৮ রান। মাহমুদউল্লাহ করেন ৩৫ রান, সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ২৮ রান। তামিমের দলে খেলা স্থানীয় খেলোয়াড় বেঞ্জি চুলহান করেন অপরাজিত ৪৬ রান।
বল হাতে নাজমুল একাদশের হয়ে ভালো করেছেন রুবেল হোসেন। ৪২ রান দিয়ে তিনি শিকার করেন ৪টি উইকেট। বাকি উইকেটটি নেন মোহাম্মদ সাইফউদ্দিন।
আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। কয়েকদিন আগে নিউজিল্যান্ড সফরের সূচিতে কিছুটা বদল এনেছিল স্বাগতিক ক্রিকেট বোর্ড। তবে সূচি বদল হলেও আগের ভেন্যুতেই হবে খেলা। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি ম্যাচ হবে ক্রাইস্টচার্চে, আর শেষটি হবে ওয়েলিংটনে।
এরপর আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।
এক নজরে দুই দলের স্কোয়াড
তামিম একাদশ : তামিম ইকবাল, নাঈম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন এবং নিউজিল্যান্ডের এক ব্যাটসম্যান ও এক বোলার।
নাজমুল একাদশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন এবং নিউজিল্যান্ডের স্থানীয় তিনজন ক্রিকেটার।