নিউজিল্যান্ডে ভূমিকম্পের চিন্তা কাটিয়ে নিরাপদে বাংলাদেশ
নিউজিল্যান্ডের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত তিন দফা ভূমিকম্প হয়। যার মধ্যে সর্বশেষটি ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ১ মাত্রার। তবে আশার খবর হলো, ভূমিকম্পে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। নিরাপদে আছে নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দিনগত রাত ২টা ২৭ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ড। তবে এই কম্পন ক্রিকেটারদের খুব বেশি অনুভব হয়নি বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
এক ভিডিও বার্তায় জালাল ইউনুস বলেন, ‘নিউজিল্যান্ডে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিটে নর্থ আইসল্যান্ডের ইস্ট কোস্টের দিকে একটি ভূমিকম্প হয়, যা ক্রাইস্টচার্চ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে হয়েছিল। সেখান থেকে সুনামি হওয়ার আশঙ্কা ছিল উত্তরাঞ্চলের সৈকতসংলগ্ন এলাকগুলোতে। তবে তার প্রভাব ক্রাইস্টচার্চে পড়েনি। বাংলাদেশ দল ভালো আছে। আমরা সবাই সুস্থ আছি, নিরাপদে আছি।’
ভূমিকম্পের ভয় কাটিয়ে আপাতত অনুশীলনে ব্যস্ত আছেন ক্রিকেটারেরা। বিসিবির এই পরিচালক বলেন, ‘যেভাবে আমাদের নিয়মমাফিক অনুশীলন ছিল, সেভাবে চালিয়ে যাচ্ছি। চারটি গ্রুপে খেলোয়াড়েরা অনুশীলন করেছে, জিম করেছে। সরকার ও ক্রিকেট বোর্ডের সঙ্গে সবসময় যোগাযোগ আছে, তারা আমাদের চিন্তা করতে মানা করেছে। সবকিছু ঠিক আছে, যেসব অঞ্চলে সুনামি সতর্কতা রয়েছে, তাও তুলে নেওয়া হচ্ছে। আমরা সূচি অনুযায়ী কাজ চালিয়ে যাব।’
নিউজিল্যান্ড সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২০ মার্চ থেকে শুরু হয়ে যা চলবে ১ এপ্রিল পর্যন্ত। এই ছোট সূচির জন্য বাংলাদেশকে থাকতে হচ্ছে প্রায় দেড় মাসের মতো। করোনাভাইরাসের কারণে এই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের বর্তমান ঠিকানা ‘শ্যাডো বাই পার্ক হোটেল’।
আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের লড়াই। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। কয়েকদিন আগে নিউজিল্যান্ড সফরের সূচিতে কিছুটা বদল এনেছিল স্বাগতিক ক্রিকেট বোর্ড। তবে সূচি বদলালেও আগের ভেন্যুতেই হবে খেলা। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি হবে ক্রাইস্টচার্চে আর শেষটি হবে ওয়েলিংটনে।
এই ক্রাইস্টচার্চেই সবশেষ নিউজিল্যান্ড সফরে খেলার কথা ছিল বাংলাদেশের। ওই টেস্টের আগে ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলা হলে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে আসে বাংলাদেশ দল।
আসন্ন সফরে আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।