নির্ভার নয়, শ্রীলঙ্কার বিপক্ষে আরও ১০ পয়েন্ট চাই
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে দারুণ কিছু সাফল্য ঘরে তুলেছে বাংলাদেশ। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় দারুণ উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। শুধু তাই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সাফল্য পেয়েছে।
তারপরও নির্ভার হতে চায়না বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচেও জিততে চায়। ঝুলিতে পুরতে চায় আরও ১০ পয়েন্ট।
আজ বুধবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের রিল্যাক্সড হয়ে যাওয়ার কিছু নেই। পয়েন্টের খেলা। আমাদের কাছে ১০ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি বিশ্বকাপে খেলার জন্য তা খুবই গুরুত্বপূর্ণ।’
তরুণ এই অলরাউন্ডার আরও বলেন, ‘এটা এক ধরনের বাছাইপর্ব। যারা সেরা সাতে থাকবে, তারা সরাসরি বিশ্বকাপে খেলবে। সিরিজ জিতেছি, এটা আমাদের জন্য বড় অর্জন। এরপর ওয়াডেতে আমরা হয়তো আরও কঠিন পরিস্থিতিতে পড়তে পারি। এই ১০ পয়েন্ট যদি পেয়ে যাই তাহলে আমাদের জন্য তা সহজ হবে।’
আট ম্যাচে ৫০ পয়েন্ট পয়েন্ট নিয়ে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ৪০ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।
নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ৩০ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে। ভারত ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে। জিম্বাবুয়ে নবম এবং আয়ারল্যান্ড দশম স্থানে রয়েছে। ৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে ১১তম স্থানে।
এই সুপার লিগের শীর্ষ সাত দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে। আয়োজক দেশ হওয়ায় ভারত সরাসরি খেলবে।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সাফল্য পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের এটি নবম দ্বিপক্ষীয় সিরিজ। নয়টি সিরিজে কেবল ২০১৩ ও ২০১৭ সালে দুটি সিরিজ ড্র করে বাংলাদেশ। বাকি সবগুলোতে জিতেছে লঙ্কানরা। দ্বিপক্ষীয় সিরিজ ছাড়াও বিভিন্ন টুর্নামেন্টে ২৮ বার লঙ্কানদের মুখোমুখি হয়ে টানা একাধিকবার শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বাংলাদেশ।