নিশ্চিত ড্রয়ের দিকে পাল্লেকেলে টেস্ট
পাল্লেকেলেতে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের চতুর্থদিন এরই মধ্যে শেষ হয়েছে, অবশ্য এখনো শ্রীলঙ্কার প্রথম ইনংস শেষ হয়নি। বড় কোনো অঘটন না ঘটলে এই ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে তা বলাই যায়।
অধিনায়ক দিমুথ করুনারত্নের ডাবল ও ধনাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে তিন উইকেটে ৫১২ রান করেছে শ্রীলঙ্কা। তারা এখনো ২৯ রানে পিছিয়ে আছে। করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত আছেন। আজ শনিবার বল হাতে কোনো উইকেটই শিকার করতে পারেননি বাংলাদেশের বোলাররা।
তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার রান ছিল ৩ উইকেটে ২২৯। করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ২৬ রানে অপরাজিত ছিলেন।
আজ দিনের ১৩তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১১তম ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন করুনারত্নে। আধিপত্য বিস্তার করে খেলছিলেন ধনাঞ্জয়া। টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিতে মোটেও বেগ পেতে হয়নি তাঁকে। তবে সেঞ্চুরি করেও ক্ষান্ত হননি তারা। তৃতীয় সেশনেই ক্যারিয়ারের প্রথম ডাবলসেঞ্চুরি স্বাদ নেন করুনারত্নে। ৩৮৭ বল খেলে ডাবলসেঞ্চুরি করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
আর ধনাঞ্জয়ার দেড়শ রানের সুবাদে দলীয় স্কোর পাঁচশত স্পর্শ করে শ্রীলঙ্কা। তবে ১৪৯ ওভারের পর আলো স্বল্পতার কারণে দিনের খেলা সেখানেই শেষ হয়। ৪১৯ বলে ২৫টি চারে ২৩৪ রানে অপরাজিত আছেন করুনারত্নে। ২৭৮ বলে ২০টি চারে ১৫৪ রানে অপরাজিত ধনাঞ্জয়া। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩২২ রানের জুটি গড়েছেন তারা। বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি শ্রীলঙ্কার।
বাংলাদেশের তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন।
এর আগে নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মুমিনুল হকের ১২৭ রানের সুবাদে সাত উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল সফরকারী বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; বিশ্ব ৪/৯৬)।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৪৯ ওভারে ৫১২/৩ (করুণারত্নে ২৩৪*, থিরিমানে ৫৮, ফার্নান্দো ২০, ম্যাথিউস ২, ধনঞ্জয়া ১৫৪*; তাসকিন ১/৯০, মারাজ ১/১২৩, তাইজুল ১/১৩৬)।