নেইমার-এমবাপ্পের দিনে পিএসজির দারুণ জয়
চ্যাম্পিয়নস লিগের মিশন থেকে আগেই ছিটকে গেছে পিএসজি। ইউরোপসেরা প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও নিজেদের লিগ শিরোপা জয়ের পথে ভালোভাবেই যাচ্ছে প্যারিসের ক্লাবটি। সে পথেই মার্সেইয়ের বিপক্ষে দারুণ জয় তুলে নিল মেসি-নেইমারদের পিএসজি।
ঘরের মাঠে গতকাল রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটিতে মার্সেইকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। দলের জয়ের ম্যাচে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার।
এদিন ম্যাচে খুব একটা আক্রমণ করতে পারেনি পিএসজি। বল দখলেও পিছিয়েও ছিল তারা। তবে, দুই গোল দিয়ে ঠিকই ফল নিজেদের পক্ষ এনে মাঠ ছেড়েছে প্যারিসের ক্লাবটি।
ম্যাচের দ্বাদশ মিনিটেই দলকে এগিয়ে নেন নেইমার। মার্কো ভেরাত্তির লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে প্রথম স্পর্শে জালে পাঠান নেইমার। যদিও এ স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩১ মিনিটেই সমতায় ফেরে মার্সেই।
এরপর জালের দেখা পান লিওনেল মেসি। কিন্তু, মেসি গোলটি অফসাইড বলে বাতিল করে দেন রেফারি।
এরপরও অবশ্য ম্যাচের মোড় বিরতির আগেই ঘুরিয়ে দেন এমবাপ্পে। বিরতিতে যাওয়ার আগে সফল স্পট-কিকে দলকে আবার এগিয়ে নেন এমবাপ্পে। ওই ব্যবধান ধরে রেখেই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে পিএসজি।
লিগ ওয়ানে ৩২ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তিন নম্বরে থাকা রেনের পয়েন্ট ৫৬।