পারল না মুশফিকের খুলনা, চট্টগ্রামের আরেকটি জয়
চ্যালেঞ্জটা কঠিন ছিল। জিততে হলে ১৯১ রান করতে হতো খুলনা টাইগার্সকে। এই কঠিন লক্ষ্যের কাছাকাছিও যেতে পারল না মুশফিকুর রহিমের দল। সহজেই খুলনাকে উড়িয়ে চলমান বিপিএলে আরেকটি জয় তুলে নিল মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ ম্যাচে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে ২৫ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৯১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় খুলনা। ৯ রানে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান। আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার ভালোই ছন্দে ছিলেন। কিন্তু চোট পেয়ে তাকেও মাঠ ছাড়তে হয়।
উইকেটে থিতু হতে পারেননি মুশফিকুর রহিম। ১১ রানে খুলনার অধিনায়ককে থামান বেনি হাওয়েল। মাঝে প্রতিরোধ গড়েন মেহেদী। কিন্তু ৩০ রানের বেশি তুলতে পারেননি। তাঁকে সাজঘরে পাঠান শরিফুল। গুরুত্বপূর্ণ ব্যাটাররা ফিরলে বেশিদূর যেতে পারেনি আর খুলনা। শেষ দিকে ইয়াসিরের ব্যাটে ১৬৫ রানে থামে খুলনা টাইগার্স। ৪০ রান করেন ইয়াসির।
আজ সোমবার ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন বেনি হাওয়েল।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে চট্টগ্রাম। বিনা উইকেটে তারা তোলে ২৯ রান। ওপেনার উইল জ্যাকসকে ফিরিয়ে ওই জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি। ৭ বলে ১৭ করে ফেরেন তিনি। আরেক ওপেনার কেনার লুইসকেও বিদায় করেন রাব্বি। ১৪ বলে তিনি করেন ২৫ রান। মাঝে রান আউটে কাটা পড়েন আফিফ (১৫)।
এরপর জুটি গড়েন মিরাজ ও সাব্বির রহমান। দুজন মিলে দলকে পথ দেখান। এই জুটিতেই মূলত রানের ভিত গড়ে চট্টগ্রাম। ২৩ বলে ৩০ করেন মিরাজ। সাব্বির খেলেন ৩২ রানের ইনিংস।
দুই সেট ব্যাটার ফিরলে শেষ দিকে বেনি হাওয়েলের ব্যাটে চড়ে খুলনাকে ১৯১ রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম। সর্বোচ্চ ৩৪ রান করেন বেনি হাওয়েল। শামীম করেছেন ৯ রান আর নাঈম করেছেন ১৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৯০/৭ (লুইস ২৫, জ্যাকস ১৭, আফিফ ১৫, সাব্বির ৩২, মিরাজ ৩০, হাওয়েল ৩৪*, শামীম ৯, নাঈম ১৫; সোহরাওয়ার্দী ১-০-২৩-০, কামরুল রাব্বি ৩-০-৩৫-২, নাভিন ৪-০-৪৮-১, মেহেদী ৪-০-২৩-০, থিসারা ৪-০-২৫-০, ফরহাদ ৩-০-৩৫-১)।
খুলনা টাইগার্স : ২০ ওভারে ১৬৫/৯ (তানজিদ ৯, ফ্লেচার ১৬, রনি ৭, মেহেদী ৩০, মুশফিক ১১, ইয়াসির ৪০, সিকান্দার ২২, থিসারা ০, শুভ ১, রাজা ৬, রাব্বি ১৪ ; নাসুম ৪-০-৩০-১, হাওয়েল ৪-০-৩৭-১, মিরাজ ৪-০-৪২-২, শরিফুল ৪-০-২৯-২, রাজা ৪-০-২০-২)।
ফল : ২৫ রানে জয়ী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।