প্রথম জয়ের জন্য তামিমদের সামনে ছোট লক্ষ্য
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে তারকায় ঠাঁসা মিনিস্টার গ্রুপ ঢাকা। কিন্তু, একটিতেও মেলেনি জয়ের দেখা। আজ সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে ঢাকা। গুরুত্বপূর্ণ ম্যাচে বরিশালকে অল্পতেই থামিয়েছে ঢাকা। প্রথম জয়ের জন্য ১৩০ রান চাই তামিম-মাহমুদউল্লাহদের।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের পঞ্চম ম্যাচে ঢাকার বিপক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রান করেছে ফরচুন বরিশাল।
ক্রিস গেইল-নুরুল হাসান হোসানদের নিয়ে বেশ পরিবর্তন এনে আজ সোমবার মাঠের লড়াইয়ে নামে ফরচুন বরিশাল। কিন্তু পরিবর্তনের দিনে বরিশাল ব্যাটিংয়ে দেখেছে উল্টো হতাশা। স্কোরবোর্ডে ২৩ রান উঠতেই তিন টপঅর্ডারকে হারিয়ে ফেলে বরিশাল। এরপর চতুর্থ উইকেটে গেইলকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন সাকিব আল হাসান। দুজনে মিলে গড়েন ৩৭ রানের জুটি। সাকিবকে ফিরিয়ে এ জুটি ভাঙেন রুবেল হোসেন। ১৯ বলে ২৩ রান করে ফেরেন বরিশালের অধিনায়ক।
এরপর ব্যাট করতে নামা নুরুলকে টিকতে দেননি মাহমুদউল্লাহ। টিকে যাওয়া গেইলকে আউট করেন উদানা। ৩০ বলে ৩৬ রান করে থামেন গেইল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৯ রানে থামে ফরচুন বরিশাল। শেষ দিকে ব্রাভো করেন ২৬ বলে ৩৩ রান। তাঁর শেষের লড়াইতেই মূলত কিছুটা লড়াইয়ের পুঁজি পায় ফরচুন বরিশাল।
ঢাকার হয়ে বল হাতে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন ইশুরু উদানা ও আন্দ্রে রাসেল। সমান একটি করে নিয়েছেন মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, শুভাগত হোম ও হাসান মুরাদ।