প্রথম টেস্ট থেকে ছিটকে পড়লেন মিরাজ
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশ দলে একটি বড় ধাক্কা লেগেছে। দলের অন্যতম সেরা স্পিনার মেহেদী হাসান মিরাজ আঙুলের চোটের কারণে বাদ পড়েছেন। টেস্ট স্কোয়াডে মিরাজের জায়গায় সুযোগ পেয়েছেন নাঈম হাসান।
শুধু তাই নয়, মিরাজের দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনাও ক্ষীণ। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে তা জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। গত রোববার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি, সেদিনই মিরাজ চোট পেয়েছিলেন।
এ ব্যাপারে হাবিবুল বাশার বলেন, ‘ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন মিরাজ। দ্বিতীয় টেস্টেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।’
মিরাজ চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলছিলেন। গত ২৪ এপ্রিল বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে তামিম ইকবালের একটি ক্যাচ নিতে গিয়ে তর্জনীতে আঘাত পান।’
শ্রীলঙ্কা দল দুটি ম্যাচের সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশে আসছে। যা ২০২১-২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ১০-১১ মে বিকেএসপিতে দুই দিনের অনুশীলন ম্যাচ খেলবে সফরকারী দল। বিসিবি কর্মকর্তারা ক্রিকবাজকে জানিয়েছেন, দর্শকদের অনুরোধে তারা চট্টগ্রাম থেকে ঢাকায় অনুশীলন ম্যাচের স্থান পরিবর্তন করেছেন।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ১৫ মে শুরু হবে। দ্বিতীয় টেস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৩ মে থেকে।