বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান
আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ।
আগামী ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে কোনো সিরিজেরই সূচি নিশ্চিত করেনি এসিবি। এমনকি বাংলাদেশের বিপক্ষে সিরিজেরও দিনক্ষণ জানায়নি এসিবি।
আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিপিএলের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ অনুষ্ঠিত হতে পারে।
২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল আফগানিস্তান ক্রিকেট দল। সফরে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলেছিল আফগানরা। টেস্ট ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়েসহ ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় আফগানরা।