বিপিএলের ট্রফি উন্মোচন, নেই সাকিব
রাত পোহালে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নবম আসর। মূল টুর্নামেন্ট শুরুর আগে আজ ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষ হলো। সাত দলের ছয় অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচিত হয়। তাতে ছিলেন না কেবল ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বিকেলে ট্রফি উন্মোচনের পর অধিনায়কদের ফটোসেশন হয়।
অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্ট্রাইকার্সের মাশরাফী বিন মোর্ত্তজা, খুলনা টাইগার্সের ইয়াসির আলি রাব্বি, ঢাকা ডমিনেটরসের নাসির হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইমরুল কায়েস, রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব পাওয়া শুভাগত হোম।
সব অধিনায়ক এলেও দেখা মেলেনি সাকিব আল হাসানের। তিনি না থাকায় তার পরিবর্তে দলের প্রতিনিধি হিসেবে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ।
আগামীকাল শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট ও চট্টগ্রাম। ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। পরের ম্যাচে মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ইমরুল কায়েসের দল।