বিপিএলের সীমাবদ্ধতা নিয়ে সাকিবের সঙ্গে একমত মাশরাফী
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়ানোর আগে মাঠের বাইরে উত্তাপ ছড়িয়েছে বেশ ভালোভাবে। সাকিব আল হাসানের পর এবার কর্তৃপক্ষের ইচ্ছার অভাব নিয়ে মুখ খুলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বিশ্বসেরা অলরাইন্ডারের সঙ্গে একমত মাশরাফী নিজেও। তবে সেই সঙ্গে বিভিন্ন সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী। ঘুরেফিরে আসে এত বছর পরেও বিপিএলকে সেভাবে জনপ্রিয় করাতে না পারার ব্যর্থতা।
গতকাল বুধবার সাকিবের বলা কথার জবাবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বোর্ডের সীমাবদ্ধতা আছেন অনেক। চাইলেই সব কিছু করে ফেলা সম্ভব নয়।’
মাশরাফী সেই কথা মেনে নিয়েছেন। এর সঙ্গে যোগ করেছেন, ‘সাকিবের কথায় দ্বিমত করার কিছু নেই। এত বছর পরেও এটাকে দাঁড় করাতে না পারার দায় নিতে হবে। পাশাপাশি সীমাবদ্ধতা অবশ্যই আছে। তার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা।’
বিপিএলের অন্যতম বড় একটি সমস্যা, দলগুলোর মালিকানা বদলে যায় দু'দিন পরপরই। যারা দল কিনবে, অন্তত নির্দিষ্ট সময়ের জন্য কিনলে মালিকপক্ষ, ক্রিকেট বোর্ড, খেলোয়াড় সবাই লাভবান হতে পারবে। মাশরাফী জোর দিয়েছেন এই বিষয়ে।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘টুর্নামেন্টের তিন মাস আগে একটা নিলাম, এরপর শুরুর কয়দিন আগে অনুশীলন, এভাবে না দল না টুর্নামেন্ট, কোনোটাই দাঁড়াবে না। সবাই মিলে বসে নিজেদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরে সেভাবে এগোতে হবে। পর্যাপ্ত মার্কেটিং করতে হবে।’
বাংলাদেশে দল বলতে কেবলই জাতীয় দল। চর্চা শুধু তাদের নিয়েই হয়। যত আলো, খবর সব কয়েকজনকে ঘিরে। এই জায়গাটায় আপত্তি মাশরাফীর। খোলাখুলিই বললেন, ‘আমাদের আলোচনার জায়গাটা বাড়াতে হবে। শুধু জাতীয় দলের কয়েকজনকে নিয়ে মাতামাতি করলে হবে না। অনুর্ধ-১৯ দল, 'এ' দল, এইচপি টিমের তরুণদের নিয়েও কথা বলতে হবে। চার বছর পর তো ওরাই নেতৃত্ব দেবে।’
বোর্ডের প্রতিও মাশরাফীর আহ্বান, দেশের ক্রিকেটের উন্নতি করতে হলে নজর দিতে হবে পাইপলাইনে। ঘরোয়া ক্রিকেটের কাঠামো বদলালে তবেই যে ফল আসবে তা স্পষ্ট করেছেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়ক।