বিপিএলে ফিক্সিং ইস্যুতে যা বলল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং ইস্যুতে অনেক কিছু হলেও সময় গড়াতে সেসব আর দেখা যায়নি। গত কয়েক আসরেও ফিক্সিং ইস্যুতে কোনো প্রশ্ন ওঠেনি। তবে, এবার হুট করে একটি গণমাধ্যম মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তোলে। তবে এবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে, এবারের আসরে ফিক্সিং নিয়ে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানানো হয়নি।
বিপিএলের মাঝপথে সৈকতের নামে ফিক্সিং ইস্যুতে অভিযোগ তোলে একটি গণমাধ্যম। বিসিএলে চার ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে কদিন আগে হওয়া লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিপেন্ডেন্ট কাপ ও বিপিএলে নাকি ফিক্সিং করেন এই ক্রিকেটার। কিন্তু, এমন ঘটনা বিসিবির নিকট আসেনি বলে নিশ্চিত করেছেন বোর্ডপ্রধান নাজমুল হাসান পাপন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুক্রবার বিপিএলের ফাইনাল শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান বলেন, ‘তদন্ত হওয়ার আগে কোনো অভিযোগ তো থাকতে হবে কিংবা কিছু তো জানতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। আর এটা আমাদেরও দেখার ব্যাপার নয়। এটা দেখার জন্য আমাদের দুর্নীতিবিরোধী ইউনিট-আকসু আছে, আইসিসিরও আকসু আছে। কোথাও থেকে আমাদের কাছে কোনো কিছু আসেনি। কাজেই যে জিনিস আসেনি, সে জিনিস নিয়ে কথা বলার মানে নেই।’
বিসিবিপ্রধান আরও বলেন, ‘আমাদের সমস্যা হচ্ছে—আমরা নিজেরাই আমাদের বদনাম করি, এটাই হলো আমাদের সমস্যা। বিপিএল বলুন, আর অন্য যাই বলুন। অন্য সব দেশে কিন্তু ওরা খারাপ হলেও বলে না। খালি প্রশংসাই শুনি।’