বিপিএল বিশ্বের তৃতীয় সেরা লিগ, বলছেন পাপন
কয়েকদিন আগে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। এরপর হয়ে গেল আফগানিস্তানের বিপক্ষে দুটি সিরিজ। তবুও ঘুরে-ফিরে আলোচনায় বিপিএল। কারণ, সম্প্রতি এক লাইভে সাকিব আল হাসান জানিয়েছেন, বিপিএলকে বিশ্বের পঞ্চম কিংবা ষষ্ঠ টুর্নামেন্ট হিসেবে দেখছেন তিনি।
তবে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন সেটা মনে করছেন না। বোর্ড সভাপতির মতে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে বিপিএলের অবস্থান তৃতীয়তে। আইপিএল ও বিগব্যাশের পরেই বিপিএলকে সেরা হিসেবে দেখছেন পাপন।
নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি যতটুকু জানি, এখন পর্যন্ত যত জায়গায় খেলা হয়েছে এতদিন পর্যন্ত, আইপিএল, বিগ ব্যাশ ও আমাদের টা (বিপিএল)। এ তিনটাই আমি শুনেছি। এ ছাড়া আর কোনোটা শুনিনি। এখন পর্যন্ত বলতে শুনিনি টি-টোয়েন্টি টুর্নামেন্টে আমাদের চেয়ে অন্য কেউ বেশি।’
এ ছাড়া গতকাল আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটি নিয়ে পাপন বলেন, “ম্যাচটিতে প্রথম থেকে শুরু করে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং…আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, প্রথম ম্যাচে জেতার মতো যে স্পিরিট নিয়ে তারা নেমেছিল, যে মনোযোগ, যে ইনটেনসিটি ছিল, সেটা মনে ছিল না। একদম প্রথম থেকেই মনে হয়নি। এটা হওয়া উচিত নয়। আমি এটা নিয়ে কথা বলব। আমি সঙ্গে সঙ্গে খালেদ মাহমুদ সুজনকে বলেছি, সে যেহেতু দলের সঙ্গে থাকে। সুজনকে বলেছি, ‘এটা এরকম হলো কেন, আমাদের খুঁজে বের করতে হবে, তুমি সবার সঙ্গে কথা বলো, এ পারফরম্যান্স গ্রহণযোগ্য নয়।’ কোনোভাবেই নয়।”