বোলিংয়ে এবারও সেরা মুস্তাফিজ
গতকাল শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নেমেছে অষ্টম বিপিএলের। ফাইনাল ম্যাচে বরিশালকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে কুমিল্লা। চ্যাম্পিয়ন কুমিল্লার হয়ে খেলেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পুরো টুর্নামেন্টে দারুণ বোলিং করে সেরা বোলার হয়েছেন বাঁহাতি এই পেসার।
বিপিএলে মুস্তাফিজের শুরুটা ভালোয়-মন্দে হলেও সময় গড়াতে নিজের ধার খুঁজে পেয়েছেন মুস্তাফিজ। তাঁর পরিসংখ্যান অন্তত সেটাই বলছে। বোলিংয়ে ছন্দ ধরে রেখে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন এ বাঁহাতি বোলার।
কুমিল্লাকে তৃতীয় বারের মতো শিরোপা জেতানোর পথে ১১ ম্যাচে আসরের সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এর আগের আসরে মুস্তাফিজ খেলেছেন রংপুর রেঞ্জার্সের হয়ে। তাদের হয়েও ১২ ম্যাচে ২০ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছিলেন তিনি। এবারেও তাঁর ব্যতিক্রম হয়নি। বোলিংয়ে সেরার মুকুট ধরে রেখেছেন এ তারকা বোলার।
এক নজরে বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি
১. মুস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ানস) - ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৫/২৭
২. ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) - ১০ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ৩/৩০
৩. সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) - ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৩/২৩
৪. তানভীর ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ানস) - ১২ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ২/১৯
৫. মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - ৮ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ৪/১২