মুশফিকদের অল্পতেই থামাল ঢাকা
গতকালই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হতাশা দেখেছে মিনিস্টার ঢাকা। জয়ের আশা জাগিয়েও শেষ মুহূর্তে হেরে যায় তারা। তাই প্লে-অফে যেতে পরের ম্যাচগুলোতে জয় ছাড়া বিকল্প নেই ঢাকার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনার বিপক্ষে বোলিংয়ে দাপট দেখাল মাহমুদউল্লাহর দল। বোলিং দাপটে খুলনাকে অল্পতেই থামিয়ে দিল তারকাবহুল ঢাকা।
আজ বুধবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রানে থেমেছে খুলনা টাইগার্স। সুতরাং প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে ঢাকার চাই মাত্র ১৩০ রান।
সিলেটে বাঁচামরার ম্যাচে একাদশে চার পরিবর্তন আনে ঢাকা। গতকাল শেষ ওভারে ঢাকাকে হারিয়ে দেওয়ার খলনায়ক হওয়া নাঈম এই ম্যাচে সুযোগই পাননি। আজকের ম্যাচে খেলেননি মাশরাফী বিন মোর্ত্তজা। এমন পরিবর্তন এনে বোলিংটা ভালো করেছে তারা।
অবশ্য আরো অল্পতেই খুলনাকে থামাতে পারতো ঢাকা। যদি না শেষ দিকে হাফসেঞ্চুরি উপহার দিতেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। ৫০ বলে ৬৪ রানের ইনিংস খেলেন খুলনার এই তারকা। তাঁর ব্যাটে চড়েই মূলত ১২৯ রানের সংগ্রহ পায় খুলনা টাইগার্স। রাজা ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেছেন মেহেদী হাসান। মুশফিক করেছেন ১২ বলে ১২ রান।
ঢাকার পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন আরাফাত সানি ও আজমতউল্লাহ ওমরজাই। এ ছাড়া একটি করে নেন রুবেল হোসেন ও ফজলহক ফারুকি।