মুশফিকদের কঠিন চ্যালেঞ্জ দিল চট্টগ্রাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ ম্যাচে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে কঠিন চ্যালেঞ্জ দিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সাব্বির-বেনি হাওয়েলদের ব্যাটিংয়ে মুশফিকদের ১৯১ রানের লক্ষ্য দিয়েছে মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন বেনি হাওয়েল।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে চট্টগ্রাম। বিনা উইকেটে তারা তোলে ২৯ রান। ওপেনার উইল জ্যাকসকে ফিরিয়ে ওই জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি। ৭ বলে ১৭ করে ফেরেন তিনি। আরেক ওপেনার কেনার লুইসকেও বিদায় করেন রাব্বি। ১৪ বলে তিনি করেন ২৫ রান। মাঝে রান আউটে কাটা পড়েন আফিফ (১৫)।
এরপর জুটি গড়েন মিরাজ ও সাব্বির রহমান। দুজন মিলে দলকে পথ দেখান। এই জুটিতেই মূলত রানের ভিত গড়ে চট্টগ্রাম। ২৩ বলে ৩০ করেন মিরাজ। সাব্বির খেলেন ৩২ রানের ইনিংস।
দুই সেট ব্যাটার ফিরলে শেষ দিকে বেনি হাওয়েলের ব্যাটে চড়ে খুলনাকে ১৯১ রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম। সর্বোচ্চ ৩৪ রান করেন বেনি হাওয়েল। শামীম করেছেন ৯ রান আর নাঈম করেছেন ১৫ রান।