মুশফিকদের প্রথম দফা অনুশীলন শেষ
আর কদিন বাদে ঘরের মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। করোনার এই সময়ে বায়ো বাবল সুরক্ষার মধ্যে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা।
সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছিলেন ক্রিকেটাররা। প্রথম দফা অনুশীলন শেষে ঈদের ছুটিতে যাচ্ছেন ক্রিকেটাররা। আগামী ১৮ মে শুরু হবে দ্বিতীয় দফার অনুশীলন।
আজ রোববার প্রথম দফার শেষ দিনে অনুশীলনে বেশিরভাগ ক্রিকেটার অনুশীলনে ছিলেন। অনুশীলনে প্রথম দিকে ছিলেন ১৩ ক্রিকেটার। আজ মুশফিক-লিটনসহ শ্রীলঙ্কা সফরের ৬ ক্রিকেটার যোগ দিয়েছেন। তবে অনুশীলনে যোগ দেননি তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেটার। আর সাকিব-মুস্তাফিজ আছেন কোয়ারেন্টিনে।
আগামী ১৬ মে ঢাকায় পৌঁছার কথা শ্রীলঙ্কা দলের। তাঁরা তিনদিন রুম কোয়ারেন্টিনে থাকবেন। ১৯ মে থেকে তাদের অনুশীলনে নামার কথা।
২৩ মে সিরিজের প্রথম ওয়ানডে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডে। তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ দল : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, আফিফ হোসেন, মোসদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।