মুস্তাফিজদের কঠিন লক্ষ্য দিল বাদ পড়া সিলেট
টানা পরাজয়ে চলমান বিপিএল থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট সানরাইজার্সের। শেষ ম্যাচগুলো কেবলই নিয়মরক্ষার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এই নিয়ম রক্ষার ম্যাচেই ব্যাট হাতে দারুন করল সিলেট। নিজেদের হোম ভেন্যুতে আগে ব্যাট করে কুমিল্লাকে ১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে সিলেট সানরাইজার্স।
আজ বুধবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করেছে সিলেট সানরাইজার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেছেন কোলিন ইনগ্রাম।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার কোলিন ইনগ্রাম ও এনামুল হক বিজয়ে উড়ন্ত শুরু করে সিলেট। দুই ওপেনার মিলে শুরুর জুটিতে স্কোরবোর্ডে তোলেন ১০৫ রান।
এরপর বিদায় নেন এনামুল। ৪৬ রানে এনামুলকে থামান মুস্তাফিজুর রহমান। ৩৩ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল চার বাউন্ডারি ও তিন ছক্কায়।
এনামুল ফিরলেও টিকে ছিলেন ইনগ্রাম। ছন্দে থাকা ইনগ্রাম বাকিদের নিয়ে সিলেটকে বড় রানের সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা রাখেন। ইনগ্রামের ৬৩ বলে ৮৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ বাউন্ডারি ও ৩ ছক্কা দিয়ে। ইনগ্রামের সঙ্গে সিমন্স করেন ১৩ বলে ১৬ রান।
সংক্ষিপ্ত স্কোর :
সিলেট সানরাইজার্স : ২০ ওভারে ১৬৯/৫ (এনামুল ৪৬, সিমন্স ১৬, ইনগ্রাম ৮৯, বাবু ১০, বোপারা ১, সৈকত ১; তানভীর ৪-০-৩৭-১, নারাইন ৪-০-৩৪-১, নাহিদুল ২-০-১৭-০, মঈন ৩-০-২৭-০, মুস্তাফিজ ৪-০-২৩-৩)।