‘রাজার বাড়িতে না গেলে ক্যারিবীয় সফর পূর্ণ হয় না’
ফ্লোরিডার লডারহিলে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের আজ মুখোমুখি হবে ভারত। গত মাসে ওয়ানডে সিরিজ ৩-০ জিতে ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। চতুর্থ টি-টোয়েন্টির আগে, ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তাঁর মুম্বাই ইন্ডিয়ানসের সাবেক সতীর্থ কাইরন পোলার্ডের সঙ্গে দেখা করেন। টি-টোয়েন্টিতে দলে ফেরার আগে হার্দিককে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল।
সম্প্রতি হার্দিক পোলার্ডের বাড়িতে গিয়েছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন। ছবিতে পোলার্ড ও তাঁর পরিবারের সাথে দেখা যায় হার্দিককে।
হার্দিক পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘রাজার বাড়িতে না গেলে ক্যারিবিয়ানে কোনো ট্রিপ সম্পূর্ণ হয় না। পলি আমার প্রিয় এবং আপনার সুন্দর পরিবার, আমাতে আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
এনডিটিভির খবরে জানা গেছে, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি যথাক্রমে শনিবার ও রোববার খেলা হবে।
উইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর হার্দিক পান্ডিয়া বলেন, ‘দলের সফল্যের জন্য অধিনায়ক রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়কে কৃতীত্ব দিতেই হবে। যেভাবে তারা একটি দল একত্রিত করেছেন। তাই দল সাফল্য পাচ্ছে।’