রামোসের অভিষেক ম্যাচে দুর্দান্ত মেসি
অবশেষে সব অপেক্ষার প্রহর শেষ হলো। পিএসজির জার্সিতে অভিষেক হয়ে গেল স্প্যানিশ তারকা সার্জিও রামোসের। তাঁর অভিষেকের দিনে পুরো ম্যাচে দুর্দান্ত করেছেন লিওনেল মেসি। নিজে গোল করতে না পারলেও দলের তিন গোলই করিয়েছেন আর্জেন্টাইন তারকা।
শুরুতে পিছিয়ে পড়েও সাঁত এতিয়েনের বিপক্ষে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল।
গতকাল রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটিতে ৩-১ গোলে জিতেছে পিএসজি। জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন মার্কিনিয়োস। আরেকটি করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর, প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেছেন দেনিস বুয়াঙ্গা।
তবে, জয়ের ম্যাচে আরেকটি হতাশার সঙ্গী হলো প্যারিসের ক্লাবটি। দলের অন্যতম তারকা নেইমার চোট পেয়েছেন। ঘটনটি ঘটে ৮৪ মিনিটে। ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন নেইমার। কিন্তু তাঁর বাঁ-পা পড়ে মাকোর ডান পায়ের ওপর। বেকায়দাভাবে গোড়ালি বেঁকে যায় নেইমারের। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে।
কাল ম্যাচজুড়ে এগিয়ে ছিল পিএসজি। বল দখলে রেখেছে ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত। এ সময়ে আক্রমণ করেছে ১৫ বার, যার আটটিই ছিল অনটার্গেট শট। তবে, তিনটি থেকে গোল আদায় করতে পেরেছে পিএসজি।
যদিও ম্যাচের শুরুতে গোল পায় সাঁত এতিয়েন। ম্যাচের ২৩তম মিনিটে গোল পেয়ে যায় তারা। বিরতির আগে পিএসজিকে সমতায় ফেরান মার্কিনিয়োস। সে গোলে ভূমিকা ছিল মেসির। মেসির নেওয়া ফ্রি কিকে হেড দিয়ে ঠিকানায় বল পাঠান মার্কিনিয়োস।
এরপর বিরতির পর স্কোরলাইন ২-১ করেন ডি মারিয়া। সে গোলেও ভূমিকা রাখেন মেসি। রেকর্ড ছয় বারের বর্ষসেরা ফুটবলারের বাড়ানো বলে বাঁ পায়ের শটে গোল করেন ডি মারিয়া। আর, যোগ করা সময়ে আবারও মেসির ক্রস থেকে হেড করে দলের ব্যবধান বাড়িয়েছেন মার্কিনিয়োস।
চলতি লিগে ১৫ ম্যাচে ১৩ জয় ও একটি ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেন। ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিস।