রোনালদোর এজেন্টের সঙ্গে বার্সা সভাপতির মধ্যাহ্নভোজ!
বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জং প্রিমিয়ার লিগে চলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা বুধবার জানিয়েছেন, এই ফুটবলার বিক্রির জন্য নয়। তবে আলোচনা হচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদোর এজেন্টের সঙ্গে বার্সা সভাপতির মধ্যাহ্নভোজ নিয়ে।
লাপোর্তা পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেসের সাথে মধ্যাহ্নভোজে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। রোনালদা ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যেতে চাইছেন।
এ ব্যাপারে বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা বলেন, ‘আমরা সাধারণভাবে ট্রান্সফার নিয়ে আলোচনা করেছি, তবে আমি নির্দিষ্ট করে বলতে যাচ্ছি না যে, তিনি বিশেষভাবে একজন খেলোয়াড় সম্পর্কে কথা বলেছেন।’
ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জংয়ের বিষয়ে বার্সা সভাপতি বলেন, ‘ডি জং বার্সার খেলোয়াড়। তাকে বিক্রি করার কোনো প্রয়োজন বা আগ্রহ নেই আমাদের। আমরা জানি তার কাছে অফার আছে। কোনো মুহূর্তে আমরা আগ্রহী হলে আমরা তা বিবেচনা করতাম, কিন্তু এখনই, আমরা এই খেলোয়াড়কে বিক্রি করছি না।’
ডি জংয়ের ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। শুধু তাই নয়, ফ্রান্সের তারকা উসমানে দেম্বেলেকে প্রস্তাব দিয়েছে তারা।
বার্সা সভাপতি আরও বলেন, ‘উসমানে আর বার্সার খেলোয়াড় নন, কিন্তু আমরা তাকে প্রস্তাব দিয়েছিলাম। তিনি এটি গ্রহণ করেননি, তবে তিনি কথা চালিয়ে যেতে চান। আমরা আপাতত কথা বলতে যাচ্ছি।’