শ্রীলঙ্কা সিরিজে সাফল্যে আশাবাদী বাংলাদেশ
এই কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে খেলে আসে বাংলাদেশ। সেই সিরিজে খুব একটা ভালো করতে পারেনি তামিম-মুশফিকরা। এবার ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই সিরিজে সাফল্যে আশাবাদী জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আজ বৃহস্পতিবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় নান্নু বলেন, ‘আমরা ঘরের মাঠে সিরিজে ভালো ক্রিকেট খেলে থাকি। আশা করি আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব।’
প্রধান নির্বাচক আরও বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলব, তাই খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। আমরাও আশাবাদী।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ খেলা ওয়ানডে সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আনেনি নির্বাচকরা। কোভিড-১৯ এর কারণে বিদেশ সফর ছিল এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ছিল তাই বাংলাদেশের স্কোয়াডটি বড় ছিল।
তবে নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, আল-আমিন হোসেনসহ কিছু খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। নাঈম শেখ স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন। সাকিব আল হাসন দলে ফিরেছেন।
দলের সাফল্যে আশাবাদী নান্নু বলেন, ‘আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ খেলেছি, ৩-০ ব্যবধানে জিতেছিলাম। সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চাই, তাই দলে খুব একটা পরিবর্তন আনা হয়নি। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলবে দল।’
সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৩ মে। পরে ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে বাকি দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে লঙ্কান দল।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম।