হার্দিককে যে পরামর্শ দিলেন আজহারউদ্দিন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম মৌসুমে খেলতে নেমেই শিরোপার উল্লাস করে গুজরাট টাইটানস। হার্দিক পান্ডিয়া ব্যাট ও বল হাতে দলটিকে দারুণ সাফল্য এনে দিয়েছেন। তিনি ১৫ ম্যাচে ৪৪.২৭ গড়ে ৪৮৭ রান করেন। গুজরাটের হয়ে এটি সর্বোচ্চ সংগ্রহ। বল হাতে আট উইকেট নেন হার্দিক। রাজস্থান রয়্যালসের বিপক্ষে শিরোপার লড়াইয়ে হার্দিক সামনে থেকে নেতৃত্ব দেন। ফাইনালে ম্যাচ অব দ্য ম্যাচ হন তিনি।
এনডিটিভির খবরে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ৯ জুন দিল্লিতে শুরু হতে যাওয়া সিরিজে খেলবেন হার্দিক। ধারাবাহিকতা ধরে রাখতে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন তাঁকে একটি পরামর্শ দিয়েছেন।
এ ব্যাপারে খালিজ টাইমসকে আজহারউদ্দিন বলেন, ‘তার সামর্থ্য আছে, সে ভারতীয় দলের হয়ে ভালো করেছে। কিন্তু ইনজুরির কারণে সে ধারাবাহিকভাবে দলে ছিল না। সে এখন ফিরে এসেছে, চার ওভার বল করছে। সে কতক্ষণ বল করবে আমি জানি না। তবে আমরা অবশ্যই চাই, সে বোলিং করুক, সে একজন অলরাউন্ডার।’
ভারতীয় সাবেক অধিনায়ক আরও বলেন, ‘ আমি মনে করি দ্রুতই পুরনো হার্দিক ফিরে আসবে। আমি এটি দেখার অপেক্ষায় আছি। অবশ্য আইপিএলের ফাইনালে (রাজস্থান রয়্যালসের বিপক্ষে) সে দারুণ খেলেছিল। চার ওভার বল করে তিনটি উইকেট নেয়, তারপর দ্রুত ৩৪ রান করে। তার প্রতিভা আছে, শুধু ধারাবাহিকতা প্রয়োজন।’
আইপিএলের আগে পিঠের চোটের কারণে অনেক আন্তর্জাতিক ম্যাচ মিস করেছিলেন হার্দিক। ফিটনেস সমস্যার কারণে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়।
২৮ বছর বয়সী হার্দিক সর্বশেষ ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন।