বিরল রেকর্ড গড়লেন বেন স্টোকস
পাড়ার ক্রিকেটে এমন কয়েকজন থাকেন, যারা ব্যাটিং-বোলিং কিছুই পান না। কেবল ফিল্ডিং করে যান। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের একমাত্র টেস্টে বেন স্টোকস ব্যাটিং-বোলিং কিছুই করেননি। পাড়ায় ওসব খেলোয়াড়রা মাঝেমধ্যে কিপিং করেন, স্টোকস সেটিও করেননি। এতেই গড়লেন অদ্ভুত এক রেকর্ড। ব্যাটিং-বোলিং-কিপিং কিছুই না করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে টেস্ট ম্যাচ জিতেছেন তিনি।
আজ রোববার (৪ জুন) ভারতীয় ওয়েবসাইট ক্রিকেট টাইমসের একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে স্টোকসই একমাত্র অধিনায়ক হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন।
লর্ডসে ১ জুন শুরু হওয়া একমাত্র টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে চার উইকেট হারিয়ে ৫২৪ রানে ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা। ওলি পোপ ২০৫ ও বেন ডাকেট ১৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। চতুর্থ ব্যাটার হিসেবে পোপ আউট হলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
টেস্টে ছয় বা সাত নম্বরে ব্যাটিং করেন স্টোকস। পোপ আউট হওয়ার পর স্টোকস ইনিংস ঘোষণা করায় তিনি আর ব্যাটিংয়ে নামেননি। আইরিশদের দ্বিতীয় ইনিংস থামে ৩৬২ রানে। ইংল্যান্ডের সামনে ১১ রানে লক্ষ্য দেয় তারা। যা মাত্র চার বলেই কোনো উইকেট না হারিয়ে টপকে যায় ইংলিশরা।
টেস্টের তৃতীয় দিনে কার্টিস ক্যাম্ফারের ক্যাচ নিতে গিয়ে হালকা চোটে পড়েন স্টোকস। তাই বোলিং করার ঝুঁকি নেননি। এরপর মাঠে তাকে কিছুটা বিব্রতকর অবস্থায় দেখা যায়। তবে বিরল এই রেকর্ড করে স্টোকস আয় করেছেন ম্যাচ ফিয়ের ১৬ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১ লাখ ৪৫ হাজার টাকা প্রায়।
তবে, একেবারে কিছুই যে করেননি স্টোকস, তা কিন্তু নয়। কারণ, তার নেতৃত্বেই ম্যাচ জিতেছে ইংল্যান্ড। ৪ জুন তার জন্মদিন। জন্মদিনে এমন অদ্ভুত অর্জনে নিশ্চয়ই বেজায় খুশি এই তারকা অলরাউন্ডার।