এবাদতের এশিয়া কাপে খেলা নিয়ে শঙ্কা
সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর চোটে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার এখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। যার ফলে এশিয়া কাপে তার থাকা নিয়ে জেগেছে অনিশ্চয়তা।
শোনা যাচ্ছে, এশিয়া কাপের স্কোয়াড থেকেই ছিটকে যেতে পারেন এই ডানহাতি পেসার। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি। জানা গেছে, এবাদতের হাঁটুতে ব্যথা রয়েছে। এমআরআই করানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি।
এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ‘এখনই এবাদতকে নিয়ে কিছু বলা কঠিন। আমরা যেহেতু এখনও রিপোর্ট হাতে পাইনি। তবে এটা সত্য তাকে নিয়ে কিছুটা শঙ্কা তো আছেই।’
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পাওয়া এবাদতকে তৃতীয় ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি স্কোয়াডেও রাখেনি টিম ম্যানেজমেন্ট। ধারণা করা হচ্ছিল, চোট কাটিয়ে এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরবেন তিনি। তবে সেই জায়গাতেও এখন জেগেছে শঙ্কা। গুঞ্জন রয়েছে এবাদত যদি শেষমেশ এশিয়া কাপে খেলতে না পারে সেক্ষেত্রে তার বদলি হিসেবে সুযোগ মিলতে পারে তরুণ পেসার তানজিম সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন এই পেসার।
আগামী ৩০ আগস্ট পাকিস্তান বনাম নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। আর বাংলাদেশ তাদের এশিয়া কাপ মিশন শুরু করবে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ২৬ আগস্ট এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার কথা ক্রিকেটারদের।