ইবাদতকে নিয়ে আরও বড় দুঃসংবাদ
আফগানিস্তান সিরিজ ধরেই হাঁটুর চোট ভোগাচ্ছিল ইবাদত হোসেনকে। পুরোপুরি সেরে উঠতে না পারায় ছিটকে গেছেন এশিয়া কাপ থেকেও। এবার ইবাদতকে নিয়ে এলো আরও বড় দুঃসংবাদ। চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই পেসার। স্বপ্নের বিশ্বকাপ মঞ্চে সেই ট্রেডমার্কের স্যালুট দেওয়া হবে না তাঁর। বরং অস্ত্রোপচারের জন্য যেতে হবে ছুরি-কাচির টেবিলে।
অস্ত্রোপচারের শঙ্কা নিয়েই লন্ডনে উড়াল দিয়েছিলেন ইবাদত। সেই শঙ্কাই সত্যি হলো। অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে। সেই থেকে বলা যায়, তাঁর বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
আজ বুধবার (৩০ আগস্ট) সকালে লন্ডনের ক্রমওয়েল হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেন ইবাদত। ছবিতে দেখা যায়, তার পরনে হাসাপাতালটির সাদা গাউন। স্বপ্নের বিশ্বকাপ খেলার স্বপ্ন মাড়িয়ে অপারেশনের টেবিলে যাওয়া ইবাদত ক্যাপশনে লিখেছেন, 'জীবনে প্রথমবার অপারেশন টেবিলে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।'
এই মুহূর্তে অপারেশন হলে ইবাদতের ফিরতে সময় লাগবে প্রায় ৬ মাসের মতো। আর বিশ্বকাপের মাত্র আর ৩৫ দিন। তাই বিশ্ব আসরে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর চোটে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন।
দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার এখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ পায়ে চোট পেয়েছিলেন ইবাদত। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন। তবে প্রাথমিক পর্যবেক্ষণের পর জানানো হয়েছিল চোট গুরুতর নয়। এরপর চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া। তবে শেষ পর্যন্ত তাকে যেতে হলো অপারেশনের টেবিলে।
দেশের জার্সিতে মাত্র ১২ ওয়ানডে খেলা ইবাদতকে নিয়ে বেশ আশাবাদী ছিল বাংলাদেশ। তাঁর পারফরম্যান্সও ছিল আশা জাগানিয়া। ১২ ম্যাচের ১১ ইনিংসে বল করে ২২ উইকেট নিয়েছেন তিনি।