একাদশে তাসকিনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
আসরে টিকে থাকতে হলে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। পাঁচ ম্যাচের চারটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে সাকিব আল হাসানরা। বাকি আছে চারটি ম্যাচ। পা হড়কানোর সুযোগ নেই। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডাচরা।
বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন। প্রথম তিন ম্যাচ খেলার পর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে ছিলেন না তিনি। চোট কাটিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ ফিরেছেন তিনি। একাদশে তাসকিনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। এ ছাড়া, নাসুম আহমেদের বদলে একাদশে ফিরেছেন শেখ মেহেদি হাসান।
এবারের বিশ্বকাপে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি তাসকিন। তিন ম্যাচে পেয়েছেন মাত্র দুই উইকেট। বাংলাদেশের অবস্থাও নাজুক। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে জিততে হলে তাসকিনকেও রাখতে হবে অবদান। তবে, এবারের বিশ্বকাপে ব্যাটারদের দাপটই বেশি।
সে প্রসঙ্গে তাসকিন বলেন, ‘এই বিশ্বকাপে এখন পর্যন্ত বোলারদের জন্য কিছুই দেখিনি। সবগুলো পিচই ব্যাটিংবান্ধব। বোলারদের জন্য যা ভীষণ চ্যালেঞ্জিং। নামীদামী বোলাররাও ছন্দে নেই। এখানে বোলিং করতে কেবল গতি থাকলে চলবে না, দক্ষতারও প্রয়োজন।’
বাংলাদেশ একাদশ :
সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।