চমক রেখে বাংলাদেশ সফরের দল ঘোষণা ভারতের
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ভারত নারী ক্রিকেট দল। সেই সিরিজের দুই নতুন মুখ নিয়ে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় দলে নতুন মুখ দুইজন। তারা হলেন লেগ স্পিনার আশা সোবহানা ও হার্ড হিটার ব্যাটসম্যান সাজানা সাজিভান। এ ছাড়া দুই বছর পর দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দায়ালান হেমলাথা। দলে ফেরা শ্রেয়াঙ্কা ছিলেন ওমেন্স প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট শিকারি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি হবে ২৮ এপ্রিল। একই মাঠে পরের ম্যাচ ৩০ তারিখ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৬ মে। শেষ ম্যাচ আবার মূল মাঠে, ৯ মে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ভারত স্কোয়াড : হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দায়ালান হেমলাথা, সাজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রাধা ইয়াদাভ, দিপ্তি শার্মা, পুজা ভাস্ত্রাকার, আমাঞ্জত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং, তিতাস সাধু।