ভারত সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
চলতি বছর ঘরের মাঠে ব্যস্ত সূচির ভিড়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করবে বাংলাদেশ। সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে এবার ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। চলতি মাসেই অনুষ্ঠিতব্য এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি।
সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে থাকা ক্রিকেটারদের নিয়েই গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি। অভিষেকের অপেক্ষায় থাকা ১৫ বছর বয়সী হাবিবা একজন পেসার।
ভারতের নারী দল আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে। সিলেটে ২৮ ও ৩০ এপ্রিল ফ্লাড লাইটের নিচে হবে প্রথম দুই টি-২০। ম্যাচ দুটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। ২ মে ও ৬ মে পরের দুই টি-২০ ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে গড়াবে।
বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।