সুপার এইটে বাংলাদেশের খেলা কবে-কখন
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে আগেই আট দলের সাতটি নিশ্চিত হয়েছিল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে ছিল বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এই দুই দলের মধ্যে কারা যাবে শেষ আটে, তা জানতে মুখিয়ে ছিল সমর্থকরা। অবশেষে নেপালকে হারিয়ে সরাসরি সুপার এইট নিশ্চিত করল বাংলাদেশ। শেষ আটের লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক সুপার এইটে বাংলাদেশের সময়সূচি।
সুপার এইটে মোট আট দল খেলবে। সেখানেও থাকবে দুটি গ্রুপ। গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছে, ভারত এ ১, পাকিস্তান এ ২, ইংল্যান্ড বি ১, অস্ট্রেলিয়া বি ২, নিউজিল্যান্ড সি ১, ওয়েস্ট ইন্ডিজ সি ২ এবং দক্ষিণ আফ্রিকা ডি ১ এবং শ্রীলঙ্কা ডি ২ হিসেবে সুপার এইটে খেলবে। শর্ত ছিল, যদি কোনো দল সুপার এইটে উঠতে ব্যর্থ হয় তাহলে যে দল উঠবে তারা জায়গা করে নেবে। বাংলাদেশের গ্রুপে যেমন শ্রীলঙ্কা বাদ পড়েছে। আর তাদের জায়গা দখল করে নিয়েছে শান্তরা। যদিও দক্ষিণ আফ্রিকা সব ম্যাচ জেতায় তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে খেলবে।
আইসিসির সূচি অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পেয়েছে বাংলাদেশ। আগামী ২১ জুন সকাল সাড়ে ছয়টায় অ্যান্টিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন ২২ জুন রাত সাড়ে আটটায় একই মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। সবশেষ ২৫ জুন সকাল সাড়ে ছয়টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে হবে সুপার এইটের তৃতীয় ম্যাচ।