আর্চারিতে পদক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
এবার আর ওয়াইল্ড কার্ড নয়, নিজের যোগ্যতায় অলিম্পিকে সরাসরি অংশগ্রহন করছেন বাংলাদেশি আর্চার সাগর ইসলাম। তাইতো প্যারিস অলিম্পিকে দেশের আশা-ভরসা হয়ে জ্বলছেন তিনি। এমনকি উদ্বোধনী দিনে মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহনের ভারটাও তার ওপরেই দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তাছাড়া সাফল্যের ধারাবাহিকতা রাখতে পারলে প্যারিস অলিম্পিকে পদক জেতা সম্ভব বলে মানছেন সাগর।
নিজ যোগ্যতায় অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করায় মার্চপাস্টে লাল-সবুজের পতাকা বহনের দায়িত্ব দেয়া হয়েছে সাগরকে। তার লক্ষ্য, অতীত রেকর্ড ছাড়িয়ে দেশের জন্য আরও বড় অর্জন এনে দেওয়া। বাংলাদেশ আর্চারির কোচ মার্টিন ফ্রেডেরিকও মনে করেন এবার পদক জয়ের সম্ভাবনা আগের চেয়ে প্রবল।
শিষ্যকে নিয়ে সম্ভাবনার কথা জানাতে গিয়ে কোচ মার্টিন এনটিভিকে বলেছেন, ‘অলিম্পিকের মত এত বড় আসরে চাপ সামলে নেওয়াটাই কঠিন। তবে সাগর একটু ভিন্ন। অনুশীলন চলাকালীন সময়ে বিভিন্নভাবে ওর মনযোগ নষ্ট করার চেষ্টা করেছি। কিন্তু ও সবকিছুই ভালমত সামলেছে। মূল মঞ্চে এই ধারাবাহিকতা রাখলে আমার পদক জেতার সুযোগ আছে।’
এর আগে তুরস্কে ৬৬০ স্কোর করে অলিম্পিকে সুযোগ পেয়েছিলেন সাগর। প্যারিসেও তার ধারাবাহিকতা ধরে রাখতে চান এই অ্যাথলেট।
আসন্ন অলিম্পিকে সাগরের পাশাপাশি বাংলাদেশের হয়ে অংশ নেবেন আরও চার অ্যাথলেট। সাতারে সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন। ট্র্যাক ও ফিল্ডে থাকছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। আর শ্যুটিংয়ে প্রতিনিধিত্ব করবেন রবিউল ইসলাম।