শিরোপা ধরে রাখার প্রত্যাশা তাওহিদ হৃদয়ের
ঢাকা ও সিলেট ঘুরে বিপিএল এখন চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল থেকে আবার শুরু বিপিএলের মাঠের লড়াই। এর আগে ঢাকা ও সিলেট পর্ব শেষে পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দলটি।
চট্টগ্রাম পর্ব শুরুর আগে আজ বুধবার (১৫ জানুয়ারি) বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজে কথা বলেন তাওহিদ হৃদয়। বরিশালের এই তারকার কণ্ঠে শিরোপা ধরে রাখার প্রত্যয়। আগামীকাল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে বরিশাল। এর আগে হৃদয় জানান, এই বছরও বরিশাল শিরোপা ধরে রাখতে পারবে, এমনটিই তাদের আশা।
হৃদয় বলেন, ‘আশা করি সবাই এবারও আমাদের পাশে থাকবেন। এবার বেশি বেশি সমর্থন দেবেন, যেন আমরা শিরোপা ধরে রাখতে পারি। চ্যাম্পিয়ন দলের সবকিছুই চ্যাম্পিয়নের মতো। দর্শকদের বেলব, আপনারা বরিশালকে সমর্থন দিন। আমাকেও সমর্থন দিন, যেন ভালো করতে পারি।’
বিপিএলের পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে রংপুর রাইডার্স। সাত ম্যাচে প্রতিটিতে জিতে রীতিমতো উড়ছে দলটি। দুইয়ে আছে চিটাগং কিংস। এরপরেই অবস্থান বরিশালের। পাঁচ ম্যাচে জিতেছে তিনটিতে। যে দুটি ম্যাচ হেরেছে, তার দুটিতেই প্রতিপক্ষ ছিল রংপুর।