ক্রিকেটারদের পারিশ্রমিক নাটকীয়তা, ব্যাখ্যা দিল ফ্র্যাঞ্চাইজি
মাঠের ক্রিকেট জমলেও মাঠের বাইরের বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিপিএলের। ঢাকা, সিলেট পেরিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএল। চট্টগ্রাম পর্ব শুরুর আগেই দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনা সমাধানে হস্তক্ষেপ করতে বাধ্য হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অবশেষে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় অনুশীলন করার কথা ছিল রাজশাহীর ক্রিকেটারদের। তবে, হুট করেই বাতিল করা হয় পূর্বনির্ধারিত সেই অনুশীলন। গণমাধ্যমে বিশ্রামের কথা বলা হলেও পরবর্তীতে শোনা যায় বিশ্রাম নয় পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটাররা। এমনকি ম্যাচ না খেলার গুঞ্জনও ওঠে। এসব ঘিরে বুধবার সারা দিনই চলে নাটকীয়তা।
পরিস্থিতি সামালে সন্ধ্যার পর চট্টগ্রাম এসে রাজশাহীর ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সভা শেষে জানানো হয়, বৃহস্পতিবারের মধ্যে পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। ফলশ্রুতিতে মধ্যরাতে এই বিষয়ে গণমাধ্যমে কথা বলেন, দলটির অপারেশন ইন-চার্জ জায়েদ আহমেদ। পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কটের খবর অস্বীকার করেন তিনি।
এই বিষয়ে জায়েদ বলেন, ‘অনুশীলন ও পারিশ্রমিকের বিষয়ে আমরা সারা দিন যে খবরগুলো দেখেছি, এটার সাথে আসলে একদমই সম্পৃক্ত নয়। আমরা এরই মধ্যে প্রতিটি ক্রিকেটারকে টিম ম্যানেজমেন্ট থেকে প্রতিশ্রুতি দিয়েছি আগামীকাল অর্থাৎ ১৬ জানুয়ারি সবাইকে পারিশ্রমিক দেওয়া হবে। এটার সঙ্গে অনুশীলনের সম্পর্ক নেই। বৃহস্পতিবার পারিশ্রমিকের ২৫ শতাংশ অর্থ নগদ পাবেন ক্রিকেটাররা। আর ২৫ শতাংশ অর্থের চেক দিয়ে দেওয়া হবে তাদের।’
ব্যাংক থেকে চেক প্রত্যাখ্যানের প্রসঙ্গে জায়েদ বলেন, ‘চেকটা আমরা এর আগেই দিয়ে ফেলেছিলাম। আমরা চেকটা ওই তারিখে লিখে ফেলেছিলাম কিন্তু আমাদের দলের কর্ণধার দেশে নেই, তখন তিনি বললেন, 'আমি তো দেশে নেই, তুমি দলকে বলো আমি আসার পরে যেন চেকটা জমা দেয়। না হয় ব্যাংক তো ফোন করে আমাকে পাবে না। এই জিনিসটা প্রতিটা ক্রিকেটারকে বলা হয়েছিল। এর ভেতরে ২-১ জন ক্রিকেটার হয়তো চেক জমা দিয়ে ফেলেছিল। তাদের মনে ছিল না। পরে যোগাযোগ করি যে, আপনাদের তো বলা হয়েছে চেকটা জমা না দিতে। তখন তারা বলে যে, তাদের মাথায় ছিল না। তারা ভেবেছিল সমস্যা সমাধান হয়ে গেছে।’
উল্লেখ্য, পারিশ্রমিকের অর্থ পরিশোধে ক্রিকেটারদের এর আগেও চেক দিয়েছিল রাজশাহী। কিন্তু গত বৃহস্পতিবার বেশ কয়েকজন ক্রিকেটারের ওই চেক ফিরিয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। পারিশ্রমিক পাওয়ার আশ্বাসে অনুশীলন শুরু করেছে ক্রিকেটাররা। এই ইস্যুর সমাধান এখানেই হোক, এটাই প্রত্যাশা সমর্থকদের।