চীন হামলা চালালে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র : বাইডেন
চীন তাইওয়ানে হামলা চালালে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সুরক্ষা দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে কি না—এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ, তেমনটি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
যদিও পরে হোয়াইট হাউসের একজন মুখপাত্র কয়েকটি মার্কিন গণমাধ্যমকে বলেন, জো বাইডেনের মন্তব্য তাইওয়ান-চীন প্রসঙ্গে মার্কিন নীতি পরিবর্তনের ইঙ্গিত নয়।
তাইওয়ানকে সুরক্ষা দেওয়ার মতো জটিল ইস্যুতে যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে ‘কৌশলগত অস্পষ্টতা’ নীতি অনুসরণ করে আসছে। যার মানে হলো—চীন দ্বীপরাষ্ট্র তাইওয়ানে হামলা করলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে।
প্রয়োজন হলে একদিন জোর করে দখলে নেওয়া যাবে— তাইওয়ানকে এমনই একটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ বলে মনে করে চীন। অন্যদিকে তাইওয়ান দাবি করে, তারা একটি সার্বভৌম রাষ্ট্র।
সম্প্রতি তাইওয়ানের আকাশসীমায় চীন কয়েক ডজন যুদ্ধবিমান ওড়ানোর পর দুই অঞ্চলের মধ্যে উত্তেজনা বাড়ছে।