নির্বাচনপূর্ব সহিংসতার প্রতিবেদন তদন্তে বাংলাদেশের প্রতি আহ্বান হোয়াইট হাউসের
সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে সহিংসতার রিপোর্ট সম্পূর্ণ তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। আজ শুক্রবার হোয়াইট হাউস বিএনপির ‘রাজনৈতিক প্রতিবাদের’ আগে এই আহ্বান জানায় তারা। একইসঙ্গে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়। খবর রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম বলছে, পুলিশ বুধবার ঢাকায় এক ব্যক্তিকে হত্যা করেছে এবং ৬০ জনেরও বেশি লোককে আহত করেছে। দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপির কর্মী ও সদস্যদের ওপর গুলির ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।
এদিকে ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, শনিবার ঢাকায় দলের পক্ষ থেকে একটি বিক্ষোভের পরিকল্পনার আগে গত মাসে হাজার হাজার বিএনপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র এই প্রতিবেদনের বিষয়ে উদ্বিগ্ন এবং বাংলাদেশের উন্নয়নের ওপর ‘খুব, খুব কাছ থেকে’ পর্যবেক্ষণ করছে।
কিরবি বলেন, ‘ভয়, ভীতি, হয়রানি বা সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণের জন্য বাংলাদেশের নাগরিকদের অধিকারের আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।’