নীতি সুদ হার ফের বাড়াতে পারে যুক্তরাষ্ট্র
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফের নীতিনির্ধারণী সুদের হার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এবার সুদের হার বাড়ালে এটি ছয় শতাংশের কাছাকাছিতে চলে যেতে পারে, এমনটি দাবি করছে ব্যাংক অফ আমেরিকার (বোফা) বৈশ্বিক অর্থনৈতিক বিশ্লেষকরা। তারা বলছে, যুক্তরাষ্ট্রের ভোক্তাদের চাহিদা ও শ্রমবাজারের মূল্যস্ফীতির জন্য কেন্দ্রীয় ব্যাংককে লড়াই করতে বাধ্য করবে। খবর রয়টার্সের।
গত সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ নীতি সুদহার পাঁচ দশমিক ৪ শতাংশ ছিল, যা ছিল মার্কিন ইতিহাসের সর্বোচ্চ। তবে, এবারেরটি আগের যে কোনা সময়ের থেকে বেশি হবে।
২৭ তারিখ দেওয়া এক নোটপ্যাডে বোফা জানায়, ফেডারেলের লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি ঠিক রাখতে সামগ্রিক চাহিদা আরও কমাতে হবে। সরবরাহের চেইন আগের মতো করতে হবে। শ্রমবাজারকে মন্দা সহ্য করতে হবে। এ ছাড়া, কেন্দ্রীয় পদক্ষেপগুলো সবার প্রত্যাশার থেকে সময় বেশি নিবে।
বোফার বিশেষজ্ঞদের ধারণা, ২০২৩ সালে তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্দার কবলে পড়বে।
বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর অন্যতম প্রধান কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। যখন কোনো দেশে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন অর্থ প্রবাহের রাশ টানা হয়। আর সেটি করতে গিয়ে বাড়ানো হয় নীতি সুদহার। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে ঋণ দেয়, তা কিছুটা বাড়িয়ে দেয়। তাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের খরচ বেড়ে যায়।