বাইডেনের কুকুর ‘চ্যাম্প’ মারা গেছে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর ‘চ্যাম্প’ মারা গেছে। শনিবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট নিজেই এই তথ্য জানান। খবর বিবিসির।
টুইটে বাইডেন লেখেন, ‘আমাদের পরিবার আজ আমাদের ভালোবাসার সহযোগী চ্যাম্পকে হারিয়েছে। আমি তাকে মিস করব।’
২০০৮ সালে বাইডেনের পরিবারে যোগ দেয় ‘চ্যাম্প’। জো বাইডেনের সব সময়ের সঙ্গী ছিল চ্যাম্প। শুধু হোয়াইট হাউসে নয়, চ্যাম্পকে দেখা গেছে রুপালি পর্দাতেও। চ্যাম্প ছাড়াও বাইডেনের আরও একটি কুকুর রয়েছে। তার নাম মেজর।
বাইডেন জানিয়েছেন, দীর্ঘ ১৩ বছর চ্যাম্প আমাদের বিশ্বস্ত সঙ্গী ছিল এবং পুরো বাইডেন পরিবার তার সঙ্গ উপভোগ করেছে।
এর দেড় মাস আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কুকুরের মৃত্যু হয়। ওবামার কুকুরটির মৃত্যু হয়েছিল ক্যানসারে। পরিবার নিয়ে হোয়াইট হাউজে আসার পর কুকুরটিকে সঙ্গে নেন তিনি। ওবামার দুই মেয়ের ভীষণ পছন্দের ছিল কুকুরটি।
প্রায় এক দশক ধরে ওবামার পরিবারের সঙ্গে ছিল ওই কুকুর। মার্কিন প্রেসিডেন্টদের অনেকেই এভাবে খুব যত্ন করে কুকুর লালন-পালন করেন।