বাইডেন সরকারের তীব্র সমালোচনা করে দল ছাড়লেন তুলসি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের তীব্র সমালোচনা করে দল ছাড়লেন তুলসি গাবার্ড। তিনি ডেমোক্র্যাটিক পার্টির ২০ বছরের পুরোনো সদস্য এবং প্রথম হিন্দু আমেরিকান, যিনি ২০২০ সালে বাইডেনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অংশ নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। খবর : এনডিটিভির
তুলসি গাবার্ড মঙ্গলবার ডেমোক্র্যাটিক পার্টি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি দেশের প্রতিটি ইস্যুকে বর্ণবাদী করার জন্য দলটিকে দোষারোপ করেন এবং এটিকে ‘যুদ্ধবাজদের ক্যাবল’ বলে নিন্দা করেন।
২০২০ সালে আমেরিকায় যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে ডেমোক্র্যাটিক দল থেকে অন্যতম মনোনয়ন প্রত্যাশী ছিলেন তুলসি গাবার্ড। এ ছাড়া, তিনি ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দলের ন্যাশনাল কমিটির ভাইস চেয়ার ছিলেন।
মঙ্গলবার এক টুইটে প্রায় ৩০ মিনিটের ভিডিওতে তুলসি ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি ছাড়ার ঘোষণা দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘আমি আজ থেকে ডেমোক্র্যাটিক পার্টিতে থাকছি না। এটি বর্তমানে সম্পূর্ণভাবে একদল ধনী যুদ্ধবাজ চক্রের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যারা দেশকে বর্ণবাদ দ্বারা নিয়ন্ত্রণ করছে।’
তুলসি বলেন, ‘ঈশ্বর প্রদত্ত স্বাধীনতাকে সক্রিয়ভাবে মার্কিন সরকার নস্যাৎ করছে। এ ছাড়া ন্যাশনাল সিকিউরিটি স্টেটকে অস্ত্র সজ্জিত করে বিরোধী মতের লোকজন দমনের কাজে ব্যবহার করা হচ্ছে। তুলসি গাবার্ড সবচেয়ে বিপজ্জনক যে অভিযোগ তুলেছেন তা হচ্ছে, বাইডেন সরকার মার্কিন জনগণকে পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, যা এর আগে কখনো এতটা ভয়াবহ খারাপ অবস্থায় ছিল না।’