বিশ্বজুড়ে মুসলিমরা সহিংসতার শিকার হচ্ছে : বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তার পাশাপাশি বাইডেন বলেন, বিশ্বজুড়ে মুসলিমরা সহিংসতার শিকার হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মুসলমানেরা যুক্তরাষ্ট্রকে প্রতিদিন শক্তিশালী করছে। কিন্তু, তারা যে সমাজে বাস করে, সেখানে প্রতিদিন চ্যালেঞ্জ ও হুমকির মুখোমুখি হতে হয়।’
হোয়াইট হাউসে ঈদ আনন্দ উদ্যাপনের এক অনুষ্ঠানে গতকাল সোমবার জো বাইডেন এসব কথা বলেছেন। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।
বাইডেন বলেন, বৈশ্বিক মুসলিম স্বাধীনতার লক্ষ্যে ‘অ্যাম্বাসেডর অ্যাট লার্জ’ হিসেবে তিনিই প্রথম একজন মুসলিমকে নিয়োগ করেছেন।
বাইডেন আরও বলেন, ‘আমরা দেখছি, সারা বিশ্বে মুসলিমরা সহিংসতার শিকার হচ্ছেন। ধর্মীয় বিশ্বাসের কারণে কারও প্রতি নির্যাতন, নিপীড়ন বা বৈষম্য করা উচিত নয়। তারপরও আমরা দেখছি উইঘুর ও রোহিঙ্গারা সংঘাত, সহিংসতা, রোগ, শোক ও দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করছে। তারা আজকের পবিত্র দিনটিও শান্তিমতো উদ্যাপন করতে পারছে না।’
হোয়াইট হাউসের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, পাকিস্তানের কণ্ঠশিল্পী ও সুরকার আরজ আফতাব এবং ওয়াশিংটন ডিসির একটি মসজিদের ইমাম ড. তালিব এম শরিফ।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসে মুসলমানদের উৎসব উদ্যাপনের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।