আমীন আল রশীদ
আমীন আল রশীদ, যুগ্ম বার্তা সম্পাদক ও উপস্থাপক হিসেবে কাজ করছেন চ্যানেল টোয়েন্টিফোরে। এর আগে কাজ করেছেন বিবিসি, এবিসি রেডিও, প্রথম আলো ও যায়যায়দিনে। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য লন্ডনের থমসন ফাউন্ডেশন থেকে পেয়েছেন সাউথ এশিয়ান ইনকোয়ারার অ্যাওয়ার্ড, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার, দুদক মিডিয়া অ্যাওয়ার্ডসহ বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা। দীর্ঘদিন রিপোর্টিং করেছেন সংসদ, সংবিধান, নির্বাচন কমিশন, পরিবেশ বিষয়ে। সংবিধান, রাজনীতি,গণমাধ্যম ইত্যাদি বিষয়ে এ যাবৎ লিখেছেন প্রায় ১০টি বই; যার মধ্যে আলোচিত সরকারি বিরোধী দল, সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আলোচনা-তর্ক-বিতর্ক। আমীন আল রশীদ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের একজন লেজিসলেটিভ ফেলো হিসেবে কাভার করেছেন ২০১২ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। কাজ করেছেন যুক্তরাষ্ট্রের শিকাগো ফেডারেশন অব লেবারে। আমীন আল রশীদ বাংলাদেশের কমিউনিটি রেডিও আন্দোলনের একজন সক্রিয় কর্মী। কমিউনিটি রেডিও বিষয়ক মাসিক কাগজ 'কমিউনিটিমিডিয়া'র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। এ ছাড়া তিনি কমিউনিটি রেডিওর একজন প্রশিক্ষক। লেখালেখিতে আমীন আল রশীদের আগ্রহের বিষয় সংসদ, সংবিধান, সাম্প্রতিক রাজনীতি। তাঁর জন্ম ১৯৮০ সালের ৭ মার্চ, ঝালকাঠি শহরে। উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা করেছেন বরিশাল বিএম কলেজ ও ঢাকা কলেজে।