কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট জন করোনায় আক্রান্ত ছিলেন এবং এক জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম জানান, বর্তমানে হাসপাতালে ১৫৪ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৩৭ জন উপসর্গ নিয়ে মোট ১৯১ জন ভর্তি রয়েছে।
পিসিআর ল্যাব এবং জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯২ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ২৩ শতাংশ।
এদিকে সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে কয়েকদিন জেলার ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও শপিংমলগুলোতে ধীরে ধীরে জনসমাগম ঘটতে শুরু করেছে। চলছে গণপরিবহণসহ সব ধরনের যানবাহন।