গরুর ট্রাকে ৪০ হাজার পিস ইয়াবা
রাজধানীর দারুস সালাম এলাকায় গরুর ট্রাক থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ ইউনুস হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিযন (র্যাব-৪)। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৪-এর অপারেশন অফিসার জিয়াউর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
জিয়াউর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর দল রাজধানীর দারুস সালাম এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে গরু পরিবহনের ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, একটি মুঠোফোন, চারটি গরু ও মাদক বিক্রির নগদ ১২ হাজার ৯২০ টাকাসহ মাদক ব্যবসায়ী ইউনুস হোসেনকে আটক করা হয়।’
জিয়াউর রহমান বলেন, ‘আটকের পর ইউনুস হোসেন আমাদের কাছে স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও প্রাইভেটকারসহ অন্যান্য বাহনে ভিন্ন ভিন্ন কৌশলে তা ঢাকায় নিয়ে আসতেন। ঢাকায় এনে রাজধানী ঢাকার মিরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতেন।’
ইউনুস হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান অপারেশন অফিসার জিয়াউর রহমান।