গাজীপুরে শিশু শ্রমিক হত্যায় গ্রেপ্তার ১
গাজীপুরের শ্রীপুরে কারখানার এক শিশু শ্রমিককে পায়ু পথে বায়ু ঢুকিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবারের এ ঘটনায় তার সহকর্মী রাজুকে (১৫) আটক করেছে পুলিশ।
নিহত ওই শিশু শ্রমিকের নাম অপু দেওয়ান (১৪)। সে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার পূর্ব শিয়ালদি গ্রামের পলাশ দেওয়ানের ছেলে। আটক রাজুর (১৫) বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী থানার মধ্যমপাড়ায়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, শ্রীপুরের মাধখলা এলাকার আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় শ্রমিকের কাজ করত অপু ও রাজু। গতকাল শুক্রবার রাতের ডিউটি শেষে আজ সকালে কারখানা ত্যাগের আগে তাদের কাপড় ও শরীরে লেগে থাকা সুতা ও তুলার ডাস্ট (তোলা) কম্প্রেসার মেশিনের উচ্চগতির বাতাসের সাহায্যে একে অপরকে পরিষ্কার করে দিচ্ছিল। এ সময় দুষ্টুমির এক পর্যায়ে অপুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় রাজু। এতে অসুস্থ হয়ে পড়ে সে। সহকর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অপুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত অপুর সহকর্মী রাজুকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে।
অপু দেওয়ান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ভাড়া বাসায় থাকত। এ ঘটনায় নিহত অপুর পরিবারের পক্ষ থেকে বিকেল পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।